
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে র্যালি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে পরিষদের পুকুরে গিয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মৎস্য চাষি ফোরকান আলী, মোহাম্মদ আলী ও জুলফিকার আলী ভূট্টো প্রমূখ।
আলোচনা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর