
পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার দুপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় তিনি দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে সকলকে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অভয়াশ্রমগুলোতে মাছ চাষ বাড়াতে হবে এবং খাল, বিল, নদী-নালায় বিষ প্রয়োগ করে মাছ ধরা সমন্বিতভাবে প্রতিরোধ করতে হবে। এছাড়াও পঞ্চগড়ের নদ-নদীগুলোতে বোরো আবাদের চাষাবাদ কমিয়ে আনার ওপর জোর দেন তিনি। কারণ, বোরো আবাদের ফলে সার ও কীটনাশকের প্রয়োগের কারণে অনেক প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই সচেতন হলে নদী, পুকুর, খাল-বিলে দেশি মাছের উৎপাদন বাড়বে এবং দেশে আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"—এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা এ. কে. আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছেদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাইমি ইমতিয়াজ, মৎস্যচাষি আহসান আলী, নলকুড়া অভয়াশ্রম সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
আগামী ২৮ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উদযাপিত হবে। এ সময়ে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হবে। আলোচনা শেষে জেলার সেরা দুইজন মৎস্য চাষি ও একটি অভয়াশ্রমকে ক্রেস্ট প্রদান করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর