রাজবাড়ি পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের ফজলে রাব্বি খন্দকার এর বসত বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে বাড়ির গেট, সীমানা বেড়া কিছু আসবাবপত্র ভাঙচুর করেছে, ঘরের বিভিন্ন স্থানে ও দরজায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সেই প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ হামলার ঘটনার সাথে নিজের শাশুড়ি জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে-ফজলে রাব্বি খন্দকারের স্ত্রী শারমিন সুলতানা অরপে মুন্নি খন্দকার বলেন রাতের আধারে কে বা কারা আমার বাড়িতে হামলা করে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আমার শাশুড়ির সাথে ঝামেলা চলছে গতকালও লোকজন নিয়ে আসছিল আমার ধারণা তার ভাড়া করা লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় শারমিন সুলতানা বাদী হয়ে পাংশা মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন। সাধারণ ডাইরি নং -৭৯৮ তারিখ ১৯।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন এমন একটা বিষয় জানতে পারছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর