বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলার দুটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনায় ওই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ১১ টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন।
সম্প্রতি কিশোর গাঙ্গের হামলার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় তাওহীদুল ইসলাম তোফা নামের এক কিশোরকে মাটিতে থুথু ফেলে তা খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে কিশোর গ্যাংয়ের একদল সদস্যরা। অপর একটি ভিডিওতে দেখা যায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বায়জিদ শিকদারকে মারধর করছে আরেক দল কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে শিক্ষার্থীরা।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে হৃদয় রায় ও তাজবীদ আবেদিন নামের দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে তারা। আটক দুই কিশোরকে আদালতে পাঠান তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর