
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর জেলের জালে উঠে আসলো মনিরুল নামের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নকর্মীর লাশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর জেলেরা জাল ফেলে তার লাশ উত্তোলন করে।
বিষয়টি নিশ্চিৎ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী জানান, কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুল বুধবার দুপুর ১২ টার দিকে পাশের গ্রামে নৌকাযোগে বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান ভাঙতে যাওয়ার সময় চিনাধুকুরিয়ার অথই বিলে পৌঁছালে নৌকা ডুবে যায়। এসময় মনিরুল নিখোঁজ হলে স্থানীয় জেলেরা জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় থাকা চারজনকে নিয়ে নৌকা ডুবে গেলেও সবাই সাতরে ভেসে থাকে। কিন্তু মনিরুল নিজের সন্তানকে বাঁচাতে হাতের উপর ছেলেকে উচু করে ধরে রাখতে গিয়ে দীর্ঘসময় পর নিজে ক্লান্ত হয়ে তলিয়ে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তিনজন জীবিত উদ্ধার হলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ এলাকাবাসী পানি থেকে উদ্ধার করে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর