
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ নবম গ্রেড (ক্যাডার) ধরে কলেজ শাখার অনুরূপ চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দুই শাখার (কলেজ শাখা এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখা) মধ্যে বিদ্যমান শিক্ষা তথ্য সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তাঁদের দাবি মানতে হবে। আর এ দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আ. ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য রাসিদুজ্জামান, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান সহ অন্যান্য শিক্ষকেরা। কর্মসূচিতে বরগুনা জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর