
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালিয়ে লাল পাসপোর্ট, নগদ ৯ লক্ষাধিক টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার ভোর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি অভিযানিক টহল দল এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া ও কেরেককাটা এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে দেওয়ানপাড়া এলাকায় ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোন। পরে সেখানে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ওই আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি বিশেষ পাসপোর্ট (লাল পাসপোর্ট), নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা, পাঁচটি মোবাইল ফোন, বারোটি সিম কার্ড, তিনটি অতিরিক্ত ব্যাটারি, একটি এটিএম কার্ড, দুটি চাঁদার রশিদ, একটি রান্নার চুলা ও একটি টেলিফোন উদ্ধার করা হয়।
পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বন্ধে ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর