
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাটের কাটাখালি ও নওয়াপাড়া মোড়ে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। চার ঘণ্টার এই অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজার হাজার সাধারণ জনগণ উপস্থিত হন। প্রত্যেকের একটাই দাবি, আগামী ২৫ তারিখে নির্বাচন কমিশনের শুনানিতে যেন বাগেরহাটের চারটি আসন বহাল থাকে।
অবরোধ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ফকির তারিকুল ইসলামসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে যদি বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল না রাখা হয়, তাহলে ২৬ আগস্ট তারিখ থেকে কঠোর আন্দোলনের পাশাপাশি বাগেরহাট থেকে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর