
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব সৃষ্টির লক্ষ্য নিয়ে নোয়াখালী জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। 'অপারেশন গ্রীনশিল্ড’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলায় ৯০০ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দিনভর সদর উপজেলার হরিনারায়নপুর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একযোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে চারা রোপণ কার্যক্রম চলে।
সাইবার ওয়ারিয়র্সের সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, গাছে ক্ষতিকর পেরাক ও তার অপসারণ করেও কাজ করছে তারা।
এ সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান রায়হান, সাধারণ সম্পাদক শাহাজাদী আফরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর