
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকা থেকে পৃথকভাবে অভিযান পরিচালনা করে ১৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন সীমান্তবর্তী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায়, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও চোরাচালানীর মাধ্যমে আনা বিভিন্ন মালামাল গারো পাহাড়ি সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল।
এসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ১২টি ভারতীয় গরু, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ জব্দ করে। একইসাথে ব্যাটারীচালিত একটি ইজিবাইক আটক করতে সক্ষম হয় তারা। আটককৃত চোরাচালানীর এসব মালামালের মুল্য আনুমানিক মূল্য ১৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
এদিকে, অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল ও ইজিবাইক ফেলে ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সুত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি সদস্যরা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর