
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা সেতু সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো – উপজেলার মরিচপুরান ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামের আমির আলীর পুত্র মো. সোহেল রানা (২৫) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান টুকন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার বুরুঙ্গা সেতু সংলগ্ন শান্তির মোড় এলাকায় মাদক পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল রানা ও মোস্তাফিজুর রহমান টুকন নামের দুই মাদক কারবারিকে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারিকে শুক্রবার বিকেলে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর