বিএনপি এখন খুবই সংগঠিত ও শক্তিশালী দল। এ দল সামনের নির্বাচনে জয়ী হবে ইনশাআল্লাহ। কিন্তু নির্বাচনি পথ অত্যন্ত পিচ্ছিল। এ পথ অনেক ধৈর্য ধরে পার করতে হবে। আপনারা-আমরা অনেকেই অপকর্মে লিপ্ত হয়ে যাই। সেটা কারো হওয়া যাবে না। কেউ অপকর্ম কিংবা দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করলে বিএনপি তার দায়িত্ব নেবে না। সে যত শক্তিশালীই হোক। দলকে বাঁচাতে হলে এ ক্ষেত্রে কোনো আপস নেই। আমাদের নেতা তারেক রহমান এ কথা বারবার বলছেন। আমি শুধু তাঁর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী নির্বাচনি এলাকার সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ নির্বাচনি জনসভাটি হয় স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে। সভায় সভাপতিত্ব করেন মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী। এখানে অন্যদের মাঝে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা মাসুদ রানা চৌধুরী, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্টু।
সর্বশেষ খবর