
গাজীপুরের কালীগঞ্জে আলেম-ওলামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। সভায় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে, স্থানীয় ইমাম ও আলেম সমাজের বিভিন্ন দাবি-দাওয়া তিনি মনোযোগ সহকারে শোনেন।
শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি দারুচ্ছুনাত এতিমখানা মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের আলেম-ওলামা বান্ধব। তিনি সবসময় আলেম সমাজের মর্যাদা দিয়েছেন এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।"
তিনি আরও বলেন, "আমিও সেই আদর্শকে ধারণ করে আলেম-ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। ভবিষ্যতে আপনাদের পরামর্শ গ্রহণ করেই দেশ গড়ার কাজ করা হবে।"
সভায় আগত ইমাম ও ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে প্রধান অতিথির কাছে কিছু সুনির্দিষ্ট দাবি জোরালোভাবে তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল— প্রতিটি মসজিদের ইমামদের বেতন-ভাতা সম্মানজনক পর্যায়ে বৃদ্ধি করা, যেকোনো পরিস্থিতিতে আলেমদের ওপর নির্যাতন বন্ধ নিশ্চিত করা, সমাজের তৃণমূল পর্যায় থেকে মাদক নির্মূল করা এবং উপজেলার প্রতিটি মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধন করা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহ, জসিম উদ্দীন আল হাবিবি, মাওলানা জাকির হোসেন, ইমাম জালাল হোসেন, মো. সাব্বির আহম্মেদ এবং মুফতি জুবায়ের আবদুল্লাহসহ উপজেলার অন্যান্য মসজিদের ইমাম ও অধ্যক্ষবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহি, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু, মাস্টার হোসেন মোহাম্মদ আরমান, ইব্রাহিম প্রধান, ফরিদ আহমেদ মৃধা, ফজলুল হক নয়ন, রফিজুল ইসলাম, ইয়াসিন মোল্লা, সাবেক মেয়র লুৎফুর রহমান, সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে দূর্বাটি এম.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন আজাদীর দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় আলেম সমাজ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
সর্বশেষ খবর