
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কান্দাপাড়া গ্রামের শিশু নুসরাত (৭) ও বিকেলে কেশবপুর গ্রামের ঘটক মো. সামসুদ্দিন (৫০) ধারাম হাওরের দুটি পৃথক স্থান থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
এর পূর্ব গত শনিবার সকালে উপজেলার কান্দাপাড়া ট্রলারঘাট থেকে মহেশপুর গ্রামে বউ দেখতে যাওয়ার পথে সাত যাত্রী নিয়ে একটি নৌকা ধারাম হাওরে ডুবে যায়। নৌকা ডুবিতে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন নুসরাত ও সামসুদ্দিন। খবর পেয়ে ফায়ার সার্ভিস,ডুবুরি দল ও পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযান চালালেও তাদের উদ্ধার করতে পারেনি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর