
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে নদীতে ডুবে সাইয়ন হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উওরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইয়ন হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে কুলিক নদীতে জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ চলছিলো। সায়মন সেখানে দেখতে গিয়ে কয়েকজন শিশু সহ গোসল করতে নামেন। গোসলে নেমে নদীর পানিতে তলিয়ে যায় শিশু সায়মন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর