
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী শিহাব আহমেদ চৌধুরীর নেতৃত্বে নবগঠিত কমিটির বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশ ও পরাজিত বিভিন্ন পদের প্রার্থীরা। রবিবার বিকেলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী হারুনুর রশীদ হারুনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মনর উদ্দিন, জিল্লুর নুর, সদর ইউপি বিএনপির সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা আবুল খায়ের কায়েদ, নুরুল গণি চৌধুরী সোহেল, মির্জা আজম, সোহেল আহমেদ চৌধুরী রিপন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, বিভু আর্চায্য, আবু হুরায়ারা মামুন, জমসের আহমদ, এলাইছ মিয়া, বাছিতুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান শেফুর কথা মতো ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তাদের মনগড়া লোকজন দিয়ে কমিটি গঠন করেছেন। উক্ত কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে পুনঃ কমিটি গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন তারা। এর আগে পদপদবী থেকে বঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা শনিবার রাতে শহরে ঝাড়ু মিছিল বের করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর