
আইন শৃঙ্খলা রক্ষায়, উন্নয়নে আনসার ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি অসম্ভব শব্দটা শুধু বোকারই ডিকশনারিতে থাকে। তাই চেষ্টার মাধ্যমে নিজেকে গড়ে তুলার আহবান জানিয়েছেন, সিলেট রেঞ্জের উপমহা পরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
রবিবার দুপুরে তিনি সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিতব্য ভিডিপি এডভ্যান্স কোর্স (পুরুষ)"১ম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এর সভাপতিত্বে তিনি আরও বলেন,দেশের প্রান্তিক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায়,উন্নয়নে আনসার ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনে নির্বাচনে তোমরা সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবে। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করতে হবে। সকল প্রশিক্ষনার্থীদেরকে এলাকায় মাদক, বাল্যবিবাহ,চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষনার্থীদেরকে এলাকার যে কোন অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার নির্দেশনা দেন। তিনি বলেন বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্যই শক্তি। তিনি প্রশিক্ষনার্থীদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে তিনি, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের ১০০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে বেস্ট ড্রিল, বেস্ট ফায়ারার এবং সেরা চৌকস প্রশিক্ষনার্থীকে পুরস্কার ও সনদ বিতরণ করেন। পরে বৃক্ষরোপণ করেন।
এসময় সার্কেল এ্যাডজুট্যান্ট- মোঃ আরিফ হোসেন, ও সকল উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর