ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁনমিয়া শেখ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি চাঁনমিয়া বাউষখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁনমিয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, একই সঙ্গে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর