
নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে বর সেজে বরযাত্রী নিয়ে নিজেই সাইকেল চালিয়ে বিয়ের অনুষ্ঠানে যান। সাধারণত বরকে সুসজ্জিত গাড়িতে বা ঘোড়ায় চড়ে যেতে দেখা গেলেও, ছনি চৌধুরীর সাইকেলযাত্রা উৎসুক জনতার নজর কেড়েছে।
জানা গেছে, মৌলভীবাজার সদরের পশ্চিম বহরমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নানের কন্যা সাদিয়া আক্তারের সঙ্গে পারিবারিক মধ্যস্থতায় ছনি চৌধুরীর বিয়ে ঠিক হয়। সোমবার আউশকান্দির রহমানিয়া সেন্টারে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ছেলে ছনি চৌধুরী বেলা ১টার দিকে বরযাত্রী নিয়ে রওনা দেন। বরের জন্য সুসজ্জিত গাড়ি রাখা হলেও, তিনি নিজে মোটরসাইকেল ও গাড়ির বহরের সঙ্গে সাইকেল চালিয়ে কমিউনিটি সেন্টারে পৌঁছান। বেলা ১টা ৪৫ মিনিটে কমিউনিটি সেন্টারে পৌঁছালে কনেপক্ষের লোকজন বরযাত্রীসহ বরকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এই ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, জামায়াতের আমির মাও: আশরাফ আলী, বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কমরেড চৌধুরী ফয়সল শোয়েব, বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরীসহ নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য এসআর চৌধুরী সেলিম, সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সুবিনয় রায় বাপ্পী, সলিল বরণ দাশ, হাবিবুর রহমান শামীম, আব্দুল মুহিত, শওকত আলী, গৌছুজ্জামান চৌধুরী, তালেব আলী, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, আমীর হামজা, অঞ্জন রায়, নিজামুল হক, সাগর মিয়া, ইকবাল আহমেদ তালুকদার, জুয়েল আহমদ, শাওন আহমেদ, আশরাফুল ইসলাম প্রমুখ।
বিবাহের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন বর ছনি চৌধুরী। তিনি নবদম্পতির জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
সর্বশেষ খবর