
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সারতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
যেখানে গত মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়া দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে তারা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ভিশেন হালামবাগে। এই ২০ বছর বয়সীর সঙ্গে দলে আরও দুই নতুন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা।
এ ছাড়াও দলে ফিরেছেন লেগস্পিন বোলিং অলরাউন্ডার দুশান হেমান্থা ও সিমার দুষ্মন্ত চামিরা। বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফ্রি ভ্যান্ডারসি, এহসান মালিঙ্গা ও ইনজুরি আক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আগামী ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তার আগে দুটি ওয়ানডে হবে তাদের মধ্যে।
শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশন হেমান্থা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর