
পাবনার চাটমোহরে এক সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় দুই-তিন বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সঙ্গে শাপলা নামের এক মেয়ের বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শাশুড়ি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মোঃ শিপন হোসেন।
শুক্রবার সকালে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শাশুড়ি মনোয়ারা এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে শিপন এবং মনোয়ারাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর