
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা ও ভাঙচুর চালায়।
শনিবার দুপুরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেকোনো কঠোর কর্মসূচি পালনে তারা প্রস্তুত রয়েছেন।
এরপর গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মিছিল বের করে হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা আমাদের কার্যালয়ের ৪০-৫০টি চেয়ার, দুটি টেবিল, চারটি ফ্যান, দুটি আলমিরা ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।”
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী বলেন, “পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের হরিপুর উপজেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে। ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা প্রতিবাদ জানানোর পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানাই।”
এ বিষয়ে হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কার ইসলাম সুমন বলেন, “আমাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দুপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে নেতাকর্মীরা ক্ষোভে তাদের কার্যালয়ে ভাঙচুর করে।”
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে হরিপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর