
কুমিল্লায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বে মহরম আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহরম আলী নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার ছেলে এবং জগন্নাথপুর এলাকায় ভাড়া থাকতেন। এই ঘটনায় পুলিশ অপু নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, মহরমের বিরুদ্ধে মাদক, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অন্তত ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
এদিকে, নিহত মহরমের বোন রুনা আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কাটাবিল এলাকার ইমরান, বাপ্পি, শ্যামল, জাবেদসহ সাতজনের নাম রয়েছে। ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। স্থানীয়দের মতে, তারা সবাই মাদক কারবারি।
নিহত মহরমের স্ত্রী শারমিন আক্তার জানান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার স্বামীকে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করেছে। তিনি খুনিদের ফাঁসি দাবি করেন। শারমিন আক্তার আরও বলেন, তারা দেড় মাস ধরে জগন্নাথপুরের ভাড়া বাসায় থাকছিলেন। শনিবার সন্ধ্যায় তার স্বামী খাবার খাচ্ছিলেন, এমন সময় কাটাবিলের অপু ইমুতে ফোন করে মহরমকে ডেকে নেয়। রাত ৮টার দিকে তিনি স্বামীর খুন হওয়ার খবর পান।
শারমিন আক্তার বলেন, মহরম গত কয়েক মাস ধরে তাকে বলছিলেন যে কাটাবিলের ইমরান, বাপ্পি, শ্যামল, জাবেদরা তাকে মেরে ফেলবে। তাদের সঙ্গে তার স্বামীর কিছুদিন আগে ঝামেলা ও কথা-কাটাকাটি হয়েছিল। শেষ পর্যন্ত মহরমের আশঙ্কা সত্যি হলো। তিনি অভিযোগ করেন, খুনিরা তার স্বামীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
নিহতের বোন রুনা আক্তার অভিযোগ করেন, অপু কাটাবিল এলাকার প্রভাবশালী। তিনি না চাইলে তার সামনে মহরমকে খুন করার সাহস কারও নেই। তিনি বিশ্বাস করেন, অপু পরিকল্পনা করে তার ভাইকে খুন করিয়েছেন। অপুর বাইকে তারা একই সঙ্গে ছিলেন, অথচ খুনিরা অপুকে কিছু করেনি, এই বিষয়টি সন্দেহজনক।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত অপুকে মামলায় দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে মাদক কারবার সংক্রান্ত দ্বন্দ্বেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর