
গাজীপুরের কালীগঞ্জে এক চাঞ্চল্যকর অভিযানে ইউনিয়ন বিএনপি নেতার মালিকানাধীন বাড়ি থেকে ৩০৫ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (৩৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৩১ আগস্ট) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক দীর্ঘদিন ধরে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এলাকাবাসীর চোখ ফাঁকি দিয়ে এই বাড়িকেই তিনি তার মাদক ব্যবসার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিলেন। সেখান থেকেই তিনি কালীগঞ্জ ও এর আশপাশের এলাকায় ইয়াবার একটি বড় নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বেশ কিছুদিন ধরেই ওমর ফারুকের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল। খবরের সত্যতা নিশ্চিত হওয়ার পর, শনিবার গভীর রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক পালানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। পুলিশ তাকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার ভাড়া নেওয়া কক্ষে তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ারে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই অভিযানের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওমর ফারুক নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাবশালীর বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
অভিযানের নেতৃত্বদানকারী উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা বলেন, "আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করেছি। আসামীকে গ্রেপ্তারের পর তার কক্ষ থেকে ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার মাদক নেটওয়ার্কের সাথে আর কারা জড়িত আছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
এদিকে, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বাড়িতে ভাড়া থেকে এমন রমরমা মাদক ব্যবসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর