
পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি সময়ে আলোচিত মধু চক্রের অন্যতম সদস্য নিশাত আনজুম রাইয়ান ওরফে রাকাকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। রোববার ভোররাতে পাবনা শহরের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাইয়ান চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের রতন আলীর মেয়ে।
সম্প্রতি চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকান্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন, বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল সহ বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সকল মধুচক্রের সদস্যদের আটক করে শাস্তি প্রদানের জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতা ৩০ আগস্ট শনিবার সকালে এবং বিকেলে চাটমোহর থানা বাজার ও নতুন বাজার খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেন। এছাড়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিষয়টি নিয়ে চাটমোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দেয়। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে অভিযান চালায়। ৩০শে আগস্ট শনিবার রাত তিনটার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের অন্যতম প্রধান নারী সদস্যকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, মেয়েটির বয়স বিবেচনায় সে শিশু পর্যায়ে পরে। বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর