
কুমিল্লার বুড়িচংয়ে নানার বাড়িতে ভেড়াতে এসে মারিয়া আক্তার নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (৩১ আগস্ট) রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর দুর্গাপুর গ্রামে। বাড়ীর লোকজনের অজান্তে মারিয়াম আক্তার ঘর থেকে বের হয়ে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা যায়। বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়াম আক্তারের মামা মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, তার বোন গত ৪-৫ দিন পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাচথুবী এলাকার ডাক্তার বাড়ীর মেহেদী হাসান মিঠুর মেয়ে তার মায়ের সঙ্গে নানার বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ শুয়া মিয়া মেম্বারের (নানার বাড়ি) ভেড়াতে আসে।রোববার দুপুরে সে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর