
কুমিল্লা নগরীর রামনগরে সম্পত্তির লোভে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুত্র ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তাঁদের মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। আটকরা হলেন নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তাঁর স্ত্রী লাকি আক্তার। কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লুৎফা বেগম ও তাঁর মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তাঁর মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধরও করেছিলেন। তাঁরা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির ভয়ে নিরসনে কেউ এগিয়ে আসেনি।
নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, "আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে আমার ভাই শাহিন ও তাঁর স্ত্রী লাকি তাঁদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। শনিবারও আমার মা-বোনকে তাঁর স্ত্রী মারধর করেছে। সম্পত্তির লোভে আজ তাঁরা স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, "৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন আসামি হিসেবে নিহত লুৎফা বেগমের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার রহস্য জানা যাবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর