
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কিছু সংগঠন জনবিচ্ছিন্ন হয়ে শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে এবং নিজেদের কার্যক্রম না থাকায় তারা কেবল ছাত্রশিবিরবিরোধী প্রচারণাকেই একমাত্র এজেন্ডা বানিয়েছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
রোববার (৩১ আগস্ট) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, বেশ কিছু পক্ষ শিক্ষার্থীদের কাছে ইতিবাচক কিছু উপস্থাপন করতে না পেরে সকাল-বিকাল শুধু ছাত্রশিবিরবিরোধী সমালোচনাতেই লিপ্ত। তারা পুরোনো আওয়ামী ন্যারেটিভ নিয়ে রাজনীতি করছে, যেন এজেন্ডার অভাবে শিবিরবিরোধিতাই তাদের একমাত্র কাজ।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও সংস্কৃতি বাংলাদেশের সবার। এটি কোনো নির্দিষ্ট পক্ষের ঠিকাদারি করার বিষয় নয়। স্বাধীনতার পরও আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হইনি। ২৪-এর গণঅভ্যুত্থান ছিল ৭১-এর চেতনাকে বিস্তৃত করার লড়াই।
নিজের প্রার্থিতা নিয়ে দায়ের হওয়া রিট প্রসঙ্গে ফরহাদ বলেন, এ ধরনের রিট আগেই করা যেত। আমরা এটিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিবাচকভাবে দেখছি এবং দ্বিমতের প্রতি সম্মান জানাই।
নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে তিনি মন্তব্য করেন, ক্লাস বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই, তবে পরীক্ষা না নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
সংবাদ সম্মেলনে একই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, তাদের প্রার্থীরা নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তিনি বলেন, আমাদের কার্যক্রম দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে প্রার্থীদের আইডিতে গিয়ে গালাগালি করছে। নারী প্রার্থীদের ছবি বিকৃত করে প্রচার করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এ ধরনের ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কমিশনের পক্ষপাতমূলক আচরণ শিক্ষার্থীদের আস্থায় আঘাত হানছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর