
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার ওপর। সাধারণ শিক্ষা মানুষ বানাতে ব্যর্থ হয়েছে। তাই আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। রবের নামে যে পড়াশোনা হবে সেটাই হবে কল্যাণকর ও কার্যকর।
রোববার (৩১ আগস্ট) সাতক্ষীরা কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শামছুল আলম বলেন, দেশকে ইসলামি শিক্ষা, নৈতিকতা ও তাকওয়ার আলোকে সাজাতে পারলেই আমরা প্রত্যাশিত জাতি উপহার দিতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। সবক প্রদান করেন আগড়দাড়ী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুফতি মুহাদ্দিস মো. রবিউল বাশার।
এ সময় কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর