
খাগড়াছড়িতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাদশা মিয়া (২৮) ও কামরুল হাসান (২৩)। বাদশা মিয়া খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল রহিমের ছেলে এবং কামরুল হাসান পানছড়ি উপজেলার ইটখোলা এলাকার হানিফ হোসেনের ছেলে। এই অপহরণের মূল পরিকল্পনাকারী আব্দুল মালেক মিয়া (মালু) পলাতক রয়েছেন। তিনি জেলা সদরের মোহাম্মদপুরের আব্দুল মান্নানের ছেলে। তাকে আটকে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে আটককৃতদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১১)-কে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর অভিযান শুরু হয়। খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে আল রাফিকে উদ্ধার করা হয়। এসময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেকজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, দুই অপহরণকারীকে রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হবে।
সর্বশেষ খবর