
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাঁর কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর