
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার পর বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারটি দোকান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিকাপুর ইউনিয়ন কার্যালয় পুড়ে যায়। পাশাপাশি তালাবদ্ধ একটি রাইস মিলে থাকা মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে উজ্জ্বল শেখের রাইস মিলঘর, মিলনের সেলুন, মিলন শেখের মুদি দোকান ও নুরুল ইসলামের চায়ের দোকান এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
রাইস মিল ব্যবসায়ী উজ্জ্বল শেখ বলেন, “আমার দুটি মোটর, একটি রাইস মিল, গমের মিল, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও দোকানের নানা মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এছাড়া অন্য দোকানগুলোতেও লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর