
বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩০ লক্ষ টাকার পোল্ট্রি ফিড আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৯.৫ লক্ষ টাকার বিপুল পরিমাণ চোরাই মালামাল।
মামলার সূত্র অনুযায়ী, উপজেলার ভবানীপুর ফকিরতলা এলাকার নারিশ পোল্ট্রি ফিডের পরিবহন ঠিকাদার রিয়াজুল ইসলাম সম্রাটের কাছ থেকে গত ২৪ ও ২৫ আগস্ট দুটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৬২৮৯৮ ও ঢাকা-মেট্রো-ট-১৪-৫৭১৩) মাধ্যমে মোট ৩০ টন (আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের) নারিশ পোল্ট্রি ফিড ঝিনাইদহ ও যশোর ডিপোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু প্রতারক চক্র ১২০০ বস্তা মালামাল নিয়ে আর গন্তব্যে পৌঁছায়নি। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্নভাবে তালবাহানা করা হয়। পরে রিয়াজুল ইসলাম সম্রাট বাদী হয়ে শেরপুর থানায় গত ২৮ আগস্ট বাবু মিয়া (৪০), মাহবুব হোসেন (৫০), আরিফুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা হওয়ার পর এসআই সাইফের নেতৃত্বে পুলিশ ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের সাঁড়াশি অভিযান চালায়। এই অভিযানে ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে ৩২০ বস্তা, শেরপুর জেলার চর শেরপুর থেকে ২৮০ বস্তা, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বলফিল্ড থেকে ১২০ বস্তা, খুলনা জেলার রূপসা থানার কদিবটতলা থেকে ৩৭৭ বস্তা এবং একই জেলার মেট্রোপলিটন হরিণহাটা থেকে ৬৬ বস্তা, মোট ১১৬৩ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ২৯.৫ লক্ষ টাকা।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর