
খোলা বাজারে স্বল্পমূল্যে ওএমএসের আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মোড় পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আটা বিক্রির উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুটি পয়েন্টে প্রতিদিন দুশো জন দরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে এই আটা বিক্রি করা হবে। প্রতি কেজি আটার মূল্য পড়বে ২৪ টাকা দরে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি করে আটা কিনতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহযোগিতায় আমতলী মোড় ও কিশোরগঞ্জ উপজেলা ভূমি অফিস মোড় পয়েন্টে এই আটা বিতরণ করা হচ্ছে। সোমবার দুপুরে স্বল্পমূল্যে আটা বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্য আবু হাসান শেখ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর