
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ জমা দেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। অভিযোগপত্রে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
রিটকারী প্রার্থী ফাহমিদা আলমকে উদ্দেশ করে ফেসবুকে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তেই ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবির উভয় সংগঠনই লিখিত অভিযোগ দেয় ডাকসু নির্বাচন কমিশনের কাছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কমিশন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবিরের দুটি অভিযোগ পেয়েছি। এগুলো টাস্কফোর্সে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী টাস্কফোর্স ব্যবস্থা নেবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর