
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সব হলে বহিরাগত ও অতিথিদের অবস্থান নিষিদ্ধ করেছে প্রশাসন। এখন থেকে হলে কেবল বৈধ শিক্ষার্থীরাই থাকতে পারবেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে নির্বাচনের দিন পর্যন্ত কোনো বহিরাগত বা অতিথি হলে অবস্থান করতে পারবে না।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর