
টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তর পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আব্দুল্লাহ উত্তরপাড়ার হাবিবুর রহমান হবুর একমাত্র ছেলে। এর আগে মঙ্গলবার সকালে নানীকে খুঁজতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।
জানা যায়, হাবিবুর রহমান সস্ত্রীক ঢাকায় থাকেন এবং তাঁদের শিশুপুত্র আব্দুল্লাহকে নানা আজাদের কাছে গ্রামে রেখে গেছেন। নানা আজাদের স্ত্রী রোজ সকালে হাঁসের খাবার শামুক আনতে বাড়ির পাশের ডোবায় যান। মাঝে মাঝে আব্দুল্লাহও নানীর সাথে ডোবার পাড়ে গিয়ে বসতো। মঙ্গলবার নানী তাঁর নাতনিকে রেখে একাই শামুক খুঁজতে বের হন। সকালে নানীকে দেখতে না পেয়ে আব্দুল্লাহ সবার অগোচরে ডোবার পাড়ে গিয়ে নিখোঁজ হয়।
এদিকে, দিনভর স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর শিশুটির সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ হারানো বিজ্ঞপ্তিও দেন। পরদিন সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে শনাক্ত করেন।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর