
ভোলার চরফ্যাশনে মা-ছেলেকে হত্যা মামলার দুই আসামীকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার করে অর্থদন্ড দিয়েছে আদালত। একই মামলার অপর আসামীকে অব্যহতি দেয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী বিচারক মোঃ শওকত হোসাইন এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন, আদালতের সহকারী পিপি এডভোকেট হযরত আলী হিরন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রাম ০১ নম্বর ওয়ার্ডের আঃ মান্নান মাঝির ছেলে মোঃ মাহাবুব ও মোঃ ইব্রাহীম।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামী আঃ মান্নান মাঝি ও তার দুই ছেলে মাহাবুব এবং ইব্রাহীমের সাথে তাদের এলাকার মিলন নক্তি নামের এক ব্যক্তির সাথে জমিসংক্রান্ত বিরোধ ছিল। মিলন নক্তিকে ফাঁসানোর জন্য আসামীদের মধ্যে মাহাবুবের স্ত্রী জাহানারাকে ২০১৮ সালের ৩০ মার্চ রাতে মাহাবুব ও তার ভাই ইব্রাহীম মিলে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে।
এই হত্যাকান্ড ৮ বছরের ছেলে আবির দেখে ফেলায় তাকেও হত্যা করে মরদেহ বাড়ীর পাশের ডোবায় ফেলে দেয়। এই ঘটনায় ওইদিন রাতেই নিহত জাহানারার বাবা সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে আঃ মান্নান, মাহাবুব, ইব্রাহীম ও মোর্শেদা খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ মোর্শেদা খাতুনকে বাদে আঃ মান্নান, মাহাবুব ও ইব্রাহীমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর