
চুয়াডাঙ্গার দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত এ অভিযান চলে। দণ্ডিত ক্লিনিক ও ডায়াগনস্টিক দুটি হলো জনতা ক্লিনিক ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকি অভিযান হিসেবে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানেই ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এর পক্ষে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না থাকায় জনতা ক্লিনিককে ৩০ হাজার টাকা ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর