
গাজীপুরের কালিগঞ্জে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মোক্তারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নরসিংদী জেলার পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের জগন্নাথ দাসের ছেলে রবিচন্দ্র দাস (৩৫) এবং শিবপুর থানার সাদারচর গ্রামের শম্ভু দের ছেলে সাগর দে।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মোক্তারপুর গ্রামের পশ্চিম পাড়ায় কোমল স্টোরের সামনে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এসময় রবিচন্দ্র ও সাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের প্রত্যেকের কাছে থাকা একটি করে পৃথক বস্তা থেকে ৬ কেজি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নরসিংদীর সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন, যার নম্বর ৮।
এ বিষয়ে পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, "আমরা কালিগঞ্জসহ পুরো গাজীপুর জেলায় মাদকের বিরুদ্ধে সর্বদা অভিযান পরিচালনা করে আসছি। যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর