
নবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের নুনুয়া রবিদাসের পুত্র গাছা রবিদাস (৪২), আবু রবিদাসের পুত্র লাল রবিদাস (৩২), এবং আবোয়া রবিদাসের পুত্র যোগেশ রবিদাস (২৫)।
গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ-সংলগ্ন ক্যাম্পের আওতাধীন সেনা সদস্য মেজর কাজী ফয়ছল আহমদের নেতৃত্বে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারগাঁও সাইনবোর্ড মুচিবাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গাছা রবিদাসের বাড়ির বসতঘর তল্লাশি করে ২২ লিটার দেশীয় মদ, ৩৬০ লিটার দেশীয় মদের ওয়াস এবং ৬ কেজি মদের মেডিসিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ ওই তিনজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা মেজর কাজী ফয়ছল আহমদ বলেন, "মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী সর্বদা তৎপর। যেকোনো মূল্যে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর