
নাটোর-৩ সিংড়া আসনে সংসদ সদস্য প্রার্থী এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম ইউসুফ আলী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিববাদী ফ্যাসিবাদকে কবর দিয়েছিলেন। ঠিক তেমনি তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জাতির জন্য একটি যুগান্তকারী মহাস্কারক পরিকল্পনা।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
সভায় ব্যারিস্টার ইউসুফ আরও বলেন, শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশালী ফ্যাসিবাদী ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার সাধন করেছিলেন, তা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠিক একই ভাবে শহীদ জিয়ার স্বপ্ন সারথি, তার সুযোগ্য সন্তান, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি দিয়ে এক যুগান্তকারী সূচনা সৃষ্টি করে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর