
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।
থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক ও উদযাপন কমিটির সদস্যরা।
এসময় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশের কঠোর নজরদারি কামনা করেন তারা।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর