
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি ‘রেড মার্চ ফর জাস্টিস’ পালন করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারা ওই কর্মসূচি পালন করেন। এসময় তারা চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন।
বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে আমতলায় জড়ো হন। পরে তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মিছিল শুরু করেন এবং প্রদক্ষিণ শেষে সমাবর্তন চত্বরে অবস্থান নেন। এসময় তারা মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, “আজকের এই কর্মসূচি প্রশাসনের প্রতি আমাদের লাল সংকেত। বহিরাগতদের হামলার বিচার এখনো হয়নি। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় হামলাকারীদের শনাক্ত করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।”
তিনি আরও জানান, আগামীকাল প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আরেকটি বৈঠক হবে এবং চলমান সংকটের দ্রুত সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর