
কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি এলাকায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
বৃহস্পতিবার রাতে পূর্ণমতি বিলপুকুর পাড় এলাকায় স্থানীয় যুবসমাজ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় কসটেপ মোড়ানো ৫টি পোটলায় মোট ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন জগতপুর রব মেম্বার বাড়ির সুরুজ মিয়ার ছেলে লিটন (২৫), একই এলাকার তাহের মেম্বার বাড়ির মোর্শেদ আলমের ছেলে নাজমুল (৩৮) এবং পূর্ণমতি সবুজ চেয়ারম্যান বাড়ির রহিম মিয়ার ছেলে শিমুল (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজার মূল মালিক কাউছার নামে এক ব্যক্তি। যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ঘটনার পর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজ বিষয়টি বুড়িচং থানায় অবহিত করলে উপপরিদর্শক (এসআই) রাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসময় তিনি পূর্ণমতি যুবসমাজের এই উদ্যোগকে ধন্যবাদ জানান এবং পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর