
গাজীপুরের কালীগঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি কালো ট্র্যাভেল ব্যাগে লুকানো ছিল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোক্তারপুরের (টেকপাড়া) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম (৩৫) মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে এবং আরিফ শেখ (৩২) ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মোক্তারপুর (টেকপাড়া) এলাকার আরিফুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছিলো। এই তথ্যের উপর নির্ভর করে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেলে আটক করে।
পরে আটককৃত মূল হোতা আরিফুল ইসলামের কাঁধে ঝোলানো কালো ট্র্যাভেল ব্যাগ তল্লাশি করে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ তালিকার মূলে এই মাদকদ্রব্য নিজেদের জিম্মায় নেয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে কালীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহিম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১২, তারিখ: ০৪-০৯-২০২৫)। মামলাটির তদন্তের ভার দেওয়া হয়েছে এসআই মোঃ কামরুল ইসলামকে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর