
যশোর শহরতলীতে সিআইডি পুলিশের ওপর হামলাকারী তুষারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে ওসির নেতৃত্বে একাধিক টিম মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়িতেও অভিযান চালানো হয়। একই সঙ্গে উঠে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্যও।
অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, সিআইডির এক সদস্যকে রশি দিয়ে হত্যার চেষ্টা চালান আটক তুষার। তুষারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, তুষার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। বুধবার তুষারের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তার সহযোগীরা এসে সিআইডির সদস্যদের মারপিট করে তুষারকে ছিনিয়ে নিয়ে যায়। সিআইডির কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামিকে অবশেষে কোতোয়ালি থানা পুলিশ আটক করে।
সূত্র জানায়, যশোরে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা বুধবার ঘটলেও বৃহস্পতিবার জানাজানি হয়। মাদক উদ্ধারে গিয়ে তাদের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে দাবি করছে সিআইডি পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রথমে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তুষারের পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।
যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি আমাদেরও একটি বিশেষ টিম কাজ করছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর