
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা ও ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক অবরোধ করে প্রায় পাচ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভাঙ্গায় ঢাকা খুলনা ও ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক অবরোধ করে প্রায় পাচ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচন কমিশন ফরিদপুর-৪ এর ভাঙ্গা উপজেলা থেকে ২ টি ইউনিয়েন কেটে ফরিদপুর-২ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে ১৫ থেকে ২০ কি.মি. তীব্র জানযট সৃষ্টি হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের গুরি, টায়ার জ্বালীয় সড়ক অবরোধ করেন। পরবর্তীতে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়।
এই বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, আমি মহাসড়ক অবরোধের কথা জানতে পেরে জেলাশাসক মহাদোয়ের সাথে কথা বলে আমি স্থানীয়দের অনুরোধ করি মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য। পরবর্তীতে স্থনীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর