
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হলেন- টাংগাইল জেলার নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঘিওর উপজেলা নতুন ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনবন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে তারা মানিকগঞ্জের দিকে আসার পথে সন্ধ্যা ৬ টার দিকে টাংগাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রীজের মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিন আরোহী বেপরোয়া গতিতে সড়কের নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা লাগান। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর