
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে অভিনব কৌশলে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে ও উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে উপজেলার শশীদল উত্তরপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার মৃত আব্দুল ওয়াদুদ প্রকাশ অদুদ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার ঘরের ভেতরের স্টিলের আলমারি ও ওয়াল সুকেছের ড্রয়ারে লুকানো অবস্থায় ২০ বান্ডিলে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ২ কেজি করে গাঁজা রাখা ছিল।
এসআই মো. মেহেদী হাসান জুয়েল বলেন, “পলাতক আসামী জসিম উদ্দিন একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর